ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসীদের ধরা হচ্ছে, এতে রাজনীতি নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সন্ত্রাসীদের ধরা হচ্ছে, এতে রাজনীতি নেই বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: সুমন শেখ/বাংলানিউজ

ঢাকা: বিএনপি নেতাদের আটক-গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের ধরা হচ্ছে। এর মধ্যে রাজনীতির কিছু নেই। 

পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার পর থেকে শুরু হওয়া ধরপাকড়ের বিষয়ে শনিবার (০৩ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের একথা বলেন।  

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা পুলিশের ওপর হামলা করেছে, রাইফেল ভেঙেছে এবং আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন তো অনেক দূরে এখনও। বিএনপিকে হয়রানি নয়, সন্ত্রাসীদের ধরা হচ্ছে। বিগত নির্বাচনের পর রাজশাহীতে যে কায়দায় পুলিশের অস্ত্র ভেঙে ফেলা হয়েছিল এবং ছিনিয়ে নেওয়া হয়েছিল তেমনটাই ওইদিন রাজধানীতে ঘটেছে।  

‘আপনারাও দেখেছেন বিএনপি নেত্রী আদালতে যাওয়া আসা করার সময় কেমন অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। ’

পাসপোর্ট সেবা প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান খাঁন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। আমরাও বাংলাদেশে দ্রুত এ সেবা চালু করবো।  

‘এর মাধ্যমে পৃথিবীর উন্নত একটি পাসপোর্ট নাগরিকদদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। সেই পাসপোর্টে একটি চিপ লাগানো থাকবে, যাতে পাসপোর্টধারীর সব তথ্য থাকবে। ’

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় পাসপোর্ট সেবা সহজ করা হয়েছে। পাসপোর্ট অফিসের অবকাঠামো নির্মাণসহ নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। ডিজিটাল দেশে ডিজিটাল পাসপোর্ট সেবা নাগরিকদের দেওয়া হচ্ছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, দেশের সব নাগরিকের হাতে যখন স্মার্ট জাতীয়পত্র পৌঁছে যাবে, তখন পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।  
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ টাকা নিয়ে পাসপোর্টের ভেরিফিকেশন করে তথ্যটি সত্য নয়। তবে গুটিকয়েক এমন হতে পার।

পরে ইমেগ্রেশন ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তাদের মধ্যে যারা বছরজুড়ে ভালো কাজ করেছেন তাদের ক্রেস্ট তুলে  দেন মন্ত্রী।  

এসময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮/আপডেট: ১৫৩৬ ঘণ্টা
এমএসি/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।