ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে ইয়াবাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
কবিরহাটে ইয়াবাসহ গ্রেফতার ৪

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার রাত থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের নন্দী বাড়ীর আবুল বাসারের ছেলে বেলাল হোসেন (৩৮), এনায়েতনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে সাহাব উদ্দিন (৩৭) ও সোন্দলপুর ইউনিয়নের জগদানন্দ গ্রামের মজিবুল হকের ছেলে মনির হোসেন (৩২) সহ ৪ জন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছানের নেতৃত্বে কবিরহাট পৌরসভা, ধানসিঁড়ি ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পৃথক স্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।