ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘মানুষ এখন পুলিশকে ভালোবাসে, ভয় পায় না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
‘মানুষ এখন পুলিশকে ভালোবাসে, ভয় পায় না’ বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: মানুষ এখন পুলিশকে ভয় পায় না, ভালোবাসে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে পুলিশ তৈরি হয়েছে, সেই পুলিশ আর আগের পুলিশ এক নয়।

এখন মানুষ পুলিশকে আর ভয় পায় না, ভালোবাসে।

অনুষ্ঠানে মহাপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পেশাদারিত্ব ও দক্ষতা নিয়ে পুলিশকে আগেও দায়িত্ব পালনে দেখা গেছে, আগামীতেও দেখা যাবে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ সফল হয়েছে। এর সিংহভাগ কৃতিত্ব ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের। আর পুলিশ এখন জনবান্ধব, জনগণের বন্ধু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জঙ্গিবাদসহ যেকোনো ধরনের অপরাধ রোধে ডিএমপির কার্যক্রম তুলে ধরেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আইনজীবী তুরিন আফরোজ, সাবেক আইজিপি ড. এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।