ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
কুষ্টিয়ায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড

কুষ্টিয়া: এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কুষ্টিয়া জিলা স্কুলের এক সহকারী শিক্ষককে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিলা স্কুলের পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে দায়িত্বরত শিক্ষক শামসুর রহমান প্রশ্নের উত্তর তৈরি করছিলেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্লা ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে সাতদিনের কারাদণ্ডাদেশ দেন।

শরীফ উল্লা বাংলানিউজকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে শিক্ষক শামসুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।