ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আপত্তিকর ছবি তুলে জিম্মি করার মামলায় দেবরসহ গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
আপত্তিকর ছবি তুলে জিম্মি করার মামলায় দেবরসহ গ্রেফতার ২ গ্রেফতার সুজন বেপারী ও রিপন সরদার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ভাবির আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলায় দেবরসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন-দেবর উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা সুজন বেপারী (২৫) ও তার বন্ধু রিপন সরদার (৩০)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।

 

গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, সুজন বেপারীর বড় ভাই দুবাই চলে গেলে তার স্ত্রী স্বামীর বাড়িতেই বসবাস করতেন।  

বাদী মামলায় উল্লেখ করেন, সুজন আপত্তিকর ছবি তুলে তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তার বন্ধু একই গ্রামের রিপন সরদারের সহায়তায় ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেন।  

এ ঘটনায় শনিবার ভিকটিম বাদী হয়ে সুজন ও তার বন্ধু রিপন সরদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করেন।
 
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, শনিবার মামলার পর লক্ষণকাঠী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সুজন ও রিপনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।