ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেই ৫ জেলেকে তিন মাসের সাজা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সেই ৫ জেলেকে তিন মাসের সাজা 

কক্সবাজার:  মিয়ানমার থেকে ফেরত আনা সেই পাঁচ জেলেকে ৩ মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নাফ নদীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার সকালে নাফ নদীর সীমানা অতিক্রম করায় পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ।

পরে দুপুরে বিজিপির সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত আনা হয়। সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের গফুরের ছেলে আজিজুল্লা, মৃত. আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত. নুরুল আলমের ছেলে শাহালম, আব্বাসের ছেলে মো. রফিক ও আব্দুল জলিলের ছেলে পেডান আলী।

বিজিবি টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।