ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় বাসে-বাসে ধাক্কা, আহত ৪০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঘন কুয়াশায় বাসে-বাসে ধাক্কা, আহত ৪০ ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস-ছবি-অনিক খান

ত্রিশাল (ময়মনসিংহ) থেকে: ঘন কুয়াশায় ময়মনসিংহের ত্রিশালে একের পর এক বাসের ধাক্কায় কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, ত্রিশাল থেকে ভালুকার উদ্দেশে যাচ্ছিলো স্থানীয় রাসেল গার্মেন্টসের একটি বাস। এ সময় পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়।

এরপর পেছনের বাসগুলোর একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসগুলো। আহত হন বিভিন্ন বাসের ৪০ যাত্রী। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকামুখী অংশে যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।