ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রতারণার দায়ে ৫ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
প্রতারণার দায়ে ৫ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৭ পাঁচ নাইজেরিয়ান খেলোয়াড়সহ গ্রেফতার ৮। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রতারণায় জড়ানোর অভিযোগে রাজধানী থেকে পাঁচ নাইজেরিয়ান খেলোয়াড়সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা।

তিনি জানান, রোববার (৪ ফেব্রয়ারি) দিনগত রাতে পৃথক সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ নাইজেরিয়ান খোলোয়াড়সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিক হলেন মো. কাউসার আহমেদ(একাউন্ট হোল্ডার), রাইসুল ইসলাম আসাদ (একাউন্ট সংগ্রহকারী)। এছাড়াও নাইজেরিয়ান নাগরিক হলেন ওগোখোয়া ওনোচি (৩২), মরিস (৩৪), ওবিনা (৩৫), হ্যানরি ওরফে শর্ট হ্যানরি(২৪), এন্থনি কেজিতো অ্যারেঞ্জি (২৬)।

এর আগে গত বছরের ২০ অক্টোবর রাজধানীর বনানী থানায় করা একটি মামলার (মামলা নম্বর- ১৯) প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সোমবার দুপুর ১২টায় সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।