ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় কার চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় কার চালক নিহত

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় সাব্বির (৩২) নামে এক কার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার আতিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার সেতুর ১১ নং পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আহত হন চালকসহ ৫ জন।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে চালক সাব্বিরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।