ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
সিলেটে পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার

সিলেট: সিলেটে অভিযানে চালিয়ে ১টি সার্টারগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দত্তপাড়া শওকত সিএনজি রিফুয়েলিং পাম্পের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায়ে ওই পাম্পের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি (সার্টারগান) উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।