ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় এক ব্যক্তির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
নেত্রকোনায় এক ব্যক্তির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন নেত্রকোনায় এক ব্যক্তির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

নেত্রকোনা: নেত্রকোনায় হত্যা মামলায় নুরুল আমিন খাঁ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

একই রায়ে আল আমিন খাঁ ও তৌফিক খাঁ নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

এছাড়া সুলতু খাঁ, কাজল খাঁ ও তাজুল ইসলাম নামে তিন আসামিকে এক বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন অলি চৌধুরী, নূর আহমেদ ওরফে নূর মোহাম্মদ ও মো. সবুজ চৌধুরী নামে তিন আসামি।

আসামিদের উপস্থিতিতে সোমবার (০৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সাইফুল আলম প্রদীপ বাংলানিউজকে জানান, জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের নুরুল আমিন খাঁ ও আব্দুল লতিফের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ২০১৩ সালের ১৬ জুন সন্ধ্যা ৬টার দিকে গ্রামের কোনাপাড়া চৌরাস্তা মোড়ে নুরুল দলবল নিয়ে আব্দুল লতিফ ও তার ছেলে শরীফুল ইসলামকে মারধর করেন। একপর্যায়ে নুরুল রামদা’ দিয়ে আব্দুল লতিফকে কুপিয়ে আহত করেন। এসময় তাকে উদ্ধার করতে এলে আসামিদের হামলার শিকার হন ইছাক মিয়া ও আক্কাছ মিয়া। পরে স্থানীয় কয়েকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার দুইদিন পর আব্দুল লতিফের স্ত্রী শেফালি আক্তার আটপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটপাড়া থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ২০১৫ সালের ১৯ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার এ রায় দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. নজরুল ইসলাম খান, মো. বাবুল মিয়া, মো. মনোয়ারুল হক পারভেজ শাহ্ ও মো. আসাদুল হক আসাদ।


বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।