ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুইস রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুইস রাষ্ট্রপতি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।  

এর কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে বেরসেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

 

টাইগার গেটের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা।

এ বৈঠকের পর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন শেখ হাসিনা ও বেরসে।

পরে করবী হলে যৌথ বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী ও সুইস রাষ্ট্রপতি।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন বেরসে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার আগে বেরসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

প্রধানমন্ত্রীর সঙ্গে বেরসের এ বৈঠকের পর বিকেল ৫টায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সুইস রাষ্ট্রপতির সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এরপর সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বেরসে। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। বঙ্গভবনে বেরসের সম্মানে রাষ্ট্রপতি হামিদের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেবেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুইস ফেডারেল কাউন্সিলের প্লেনে কক্সবাজার যাবেন রাষ্ট্রপতি বেরসে। সকাল ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি।

বেলা সাড়ে ১১টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বেরসে। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর কুতুপালং ক্যাম্পে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি।

বিকেলে ঢাকায় ফিরে সন্ধ্যায় বারিধারায় সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত সুইস কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বেরসে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সুইস রাষ্ট্রপতি। পরে ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন তিনি।

সেদিন দুপুর ১টায় সুইস ফেডারেল কাউন্সিলের প্লেনে সুইজারল্যান্ডের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা তার।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আসেন বেরসে। প্রথম কোনো সুইস প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এলেন।

বাংলাদেশ সময়:১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসকে/এইচএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।