ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে হামিদের প্রস্তাবক হলেন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
রাষ্ট্রপতি নির্বাচনে হামিদের প্রস্তাবক হলেন এরশাদ

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধিদল রাষ্ট্রপতি পদে প্রার্থী আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেন।  

মনোনয়ন ফরম থেকেই এইচএম এরশাদের প্রস্তাবক হওয়ার বিষয়টি জানা যায়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, প্রতিনিধিদলটি মোট তিনটি মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কর্তার কাছে।

নির্বাচন ভবনে ব্রিফ করছেন ওবায়দুল কাদের।  ছবি: বাংলানিউজপ্রথম মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ওবায়দুল কাদের আর তোফায়েল আহমেদ হয়েছেন সমর্থক।

দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর সমর্থক হয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

আরও পড়ুন>>
** 
রাষ্ট্রপতি নির্বাচনে হামিদকে সমর্থন দিয়েছে জাপা

তৃতীয় মনোনয়নপত্রে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রস্তাবক হয়েছেন। আর রাষ্ট্রপতি পদে প্রার্থী মো. আবদুল হামিদের সমর্থক হয়েছেন হুইপ মো. আতিউর রহমান আতিক।

রাষ্ট্রপতি নির্বাচনে একজন সংসদ সদস্য প্রস্তাবক এবং একজন সংসদ সদস্যকে সমর্থক হতে হয়। আর একই ব্যক্তি  সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। যে কোনো একটি বাছাইয়ে বৈধ হলেই অন্যগুলো বাদ হয়ে যায়।

নির্বাচনী কর্তা কেএম নূরুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনের বাইরে এসে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিষয়টি অবহিত করেন তোফায়েল আহমেদ।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। ৭ ফেব্রুয়ারি বাছাই করা হবে। আর এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

তবে বাছাইয়ের দিন অন্য কোনো প্রার্থী না থাকলে এবং আবদুল হামিদের মনোননয়নপত্র বৈধ হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

জাতীয় সংসদে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সেখানে ৩৪৮ জন সংসদ সদস্য এতে ভোট দেবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।