ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে প্রশ্নফাঁসের অভিযোগে ৪ শিক্ষক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বোয়ালমারীতে প্রশ্নফাঁসের অভিযোগে ৪ শিক্ষক আটক

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে চার শিক্ষককে আটক করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বোয়ালমারী জর্জ একাডেমি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।  

আটককৃত শিক্ষকরা হলেন- ব্লাবন ঘোষ, রইচ উদ্দিন, সালমান মাহমুদ ও শাহিন ফকির।

ওই কেন্দ্রে হল সচিব ও জর্জ একাডেমির প্রধান শিক্ষক এম এ আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, পরীক্ষা শুরুর পরপরই চারজন শিক্ষক পরীক্ষার কক্ষে না গিয়ে শিক্ষকদের রুমে বসে প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো।

এ সময় কেন্দ্র পরিদর্শক সুদীপ বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছে দু'টি প্রশ্নে কপি ও হাতে লেখা প্রশ্নে উত্তরপত্র পাওয়া যায়।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি বাংলানিউজকে জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামালা রুজুর পরেই তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।