ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রেনে বাম পা হারালেন গৃহবধূ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঈশ্বরদীতে ট্রেনে বাম পা হারালেন গৃহবধূ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাম পা হারিয়েছেন রিনা খাতুন (৪৫)  নামে এক গৃহবধূ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। রিনা ঢাকার খানেওয়াজ পেস্তা লালবাগ এলাকার আমিরুল্লা হোসেনের স্ত্রী।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে রেল লাইন পার হতে গিয়ে পা পিছলে পড়ে যান রিনা। এসময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে তার বাম পা কাটা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম বাংলানিউজকে বলেন, রিনার বাম পা কাটা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।