ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শাহজান উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাধবপাশা নতুন বাজার গ্রামের সায়েদ মিয়ার ছেলে।

   

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মতিগঞ্জ বাজারে ডিস লাইনের কাজ করছিলেন শাহজান। এসময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিড়ে তার ওপর পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. ফরহাদ মিয়া বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক তার ছিড়ে দগ্ধ হয়ে শাহজান ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।