ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা সফরে আসছেন ওআইসি মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঢাকা সফরে আসছেন ওআইসি মহাসচিব

ঢাকা: তিনদিনের সফরে ঢাকা আসছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

 

সূত্র বলছে, মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের ১০ম অধিবেশন (আইসিটিএম)। এ সম্মেলনে যোগ দিতেই এবারের বাংলাদেশ সফর করছেন তিনি।  

ওআইসি মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর গতবছরের আগস্টে বাংলাদেশ সফরে আসেন ওথাইমিন। এটি হবে তার দ্বিতীয় সফর।  

ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।  

তিনি মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে।
 
আগের সফরে ওথাইমিন কক্সবাজারের কুতুপালং ও আশপাশের রোহিঙ্গা শরণার্থীদের শিবির পরিদর্শন করেন। এবারও রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলবেন ওআইসি মহাসচিব।  

চলতি বছর অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে স্বাগতিক দেশ বাংলাদেশ। এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
কেজেড/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।