ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শুনে ব্যবসায়ীর মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শুনে ব্যবসায়ীর মৃত্যু!

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভেলাজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শুনে নাসির উদ্দীন (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিশা মর্তুজা রুপা তাকে মৃত ঘোষণা করেন। নাসির উদ্দীন সদর উপজেলার ছেপড়িকুড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার ভেলাজান বাজারে অভিযান চালায়। এসময় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে নাসির উদ্দীনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার কথা শুনেই নাসির উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের সামনেই হ্দযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জ্ঞান হারান। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক আব্দুল আওয়াল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।