ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
গাইবান্ধায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার গাইবান্ধায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধায় ৮২ পিস ইয়াবাসহ হামিদা বেগম (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৫ ফ্রেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হামিদা বেগম ওই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।