ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসক নিহত

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসক নিহত

আশুলিয়া (সাভার): আশুলিয়ার মরাগাং এলাকায় ট্রাকচাপায় রুবেল দেওয়ান নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।

রুবেল দেওয়ান সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে তিনি অসুস্থ শ্বশুরকে দেখতে ঢাকার একটি হাসপাতালে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে সাভারের বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের তার প্রাইভেটকারের সংর্ঘষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে থাকা অবস্থায় আরো একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে এ ঘটনায় ট্রাক ও চালকদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এসআই মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।