ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় প্রাইভেটকার থে‌কে ৩ মণ গাঁজা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
আশু‌লিয়ায় প্রাইভেটকার থে‌কে ৩ মণ গাঁজা জব্দ প্রাইভেটকার থেকে জব্দকৃত গাঁজা

আশু‌লিয়া (সাভার): আশু‌লিয়ায় প‌রিত্যাক্ত এক‌টি প্রাইভেটকার থে‌কে প্রায় তিন মণ গাঁজা জব্দ করে‌ছে পু‌লিশ। ত‌বে এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও প্রাই‌ভেটকারটি (ঢাকা মে‌ট্রো ২০-০৪৬৭) জব্দ ক‌রে‌ছে পু‌লিশ।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে দশটার দি‌কে আশু‌লিয়া স্কুল অ্যান্ড ক‌লেজের পেছন থে‌কে এসব গাঁজা জব্দ করা হ‌য়।

আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক (এসআই) স‌হিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার রাত এগারটার দিকে কে বা কারা প্রাই‌ভেটকারটি ওই স্থানে রে‌খে যায়।

দীর্ঘসময় পরও গা‌ড়ি‌টি রাস্তা থে‌কে না সরা‌লে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লি‌শের স‌ন্দেহ হ‌লে গা‌ড়ি‌টি পর্য‌বেক্ষণ ক‌রা হয়।

সকা‌ল পর্যন্ত গা‌ড়ি‌টি নি‌য়ে যাওয়ার জন্য কেউ না আসায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা ব‌লে গা‌ড়ি তল্লাশি করা হয়। প‌রে সেখান থেকে প্রায় তিন মণ গাঁজা জব্দ করা হয়। ত‌বে কে বা কারা গা‌ড়ি‌টি রে‌খে গে‌ছে তা যানা যায়‌নি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।