ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে ট্রাকচাপায় ছিনতাইকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সাপাহারে ট্রাকচাপায় ছিনতাইকারী নিহত

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গা মোড়ে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সাপাহার-পোরশা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, ভোরে বাসুলডাঙ্গা মোড়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ব্যাটারি চালিত একটি ইজিবাইক ছিনতাই করার সময় পোরশা থেকে ছেড়ে আসা একটি ট্রাক সড়কে তাদের দেখা পায়।

ট্রাকচালক সড়কে থাকা সবাইকে ডাকাত ভেবে ছিনতাইকারীসহ ইজিবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় একজন ছিনতাইকারী ও ইজিবাইকে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। বাকি ছিনতাইকারীরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন। আর ইজিবাইকে থাকা সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।