ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ থাকবে রাইড শেয়ারিং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ থাকবে রাইড শেয়ারিং

ঢাকা: বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকা শহরে গাড়ি এবং মোটরসাইকেলের অ্যাপস ভিত্তিক সব রাইড শেয়ারিং বন্ধ থাকবে।

ব‍ুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাঠাও, মুভ কর্তৃপক্ষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বার্তায় পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছেন, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে- পাঠাও রাইডস সার্ভিস ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।

পাঠাও ফুড ঢাকার কিছু নির্দিষ্ট স্থানে চালু থাকবে। আমাদের সার্ভিস পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে অবহিত করা হবে। '

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।