ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আড়াই হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সিলেটে আড়াই হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট: সিলেটে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফুল মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার রানাপিং থেকে তাকে আটক করা হয়। আটক রিফুল হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি সৈয়দপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সিলেটে যাওয়ার পথে রিফুলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
 
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুল হক শিবলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রামের বাড়ি লাখাই হলেও নগরীর টিলাগড়ে একটি কলোনিতে বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন রিফুল। ইয়‍াবার চালানটি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে নিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।