ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাইকোর্ট এলাকা থেকে সন্দেহভাজন দু’জনকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
হাইকোর্ট এলাকা থেকে সন্দেহভাজন দু’জনকে আটক আটককৃতদের পুলিশের ভ্যানে তোলা হচ্ছে

ঢাকা: হাইকোর্টের কদম ফোয়ারা সংলগ্ন ঈদগাহ গেটের সামনে থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম বাঁধন ও সাইফুল ইসলাম বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা নাগাদ তাদের আটকের পর শাহবাগ থানায় নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খালেদা জিয়ার রায় ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

তারই অংশ হিসেবে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।

তবে আটককৃতরা কোনো রাজনৈতিক দলের কর্মী কি-না সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।