ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
লক্ষ্মীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোবারক হোসেনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে দালাল বাজারে এ ঘটনা ঘটে।

দালাল বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ আলম পাটোওয়ারী বলেন, তার কলেজের শিক্ষক মোবারক হোসেন হামলার শিকার হয়েছেন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কারা তার ওপর হামলা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি অধ্যক্ষ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, কলেজ শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।