ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে তিনটি ককটেল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সোনাগাজীতে তিনটি ককটেল উদ্ধার ককটেল উদ্ধার। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলের দিকে সোনাগাজী বাজারের গো-হাট এলাকা থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার পর নাশকতার ঘটানোর জন্য এ ককটেলগুলো রাখা হয়েছিল।

তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে নাশকতার আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজন যুবদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- যুবদল নেতা গোলাম আজম, মো. ইয়াছিন ও মুকসুদুর রহমান রাসেল।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হারুনুর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।