ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে কর্মচারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
লক্ষ্মীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে কর্মচারীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে মো. শরিফ (২৬) নামে পোল্ট্রি খামারের কর্মচারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চৌপল্লী গ্রামে আমির হোসেনের পোল্ট্রি খামারে এ দুর্ঘটনা ঘটে।  

শরিফ উপজেলার চরউভূতি গ্রামের আবুল বাশারের ছেলে।

জানা গেছে, খামারে প্রায় প্রতি রাতেই শিয়াল মুরগির ওপর আক্রমণ করে। শেয়ালের উপদ্রব ঠেকাতে খামার মালিক চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতে। ভুলবশত দিনে ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি। পরে খামারে কাজ করতে গেলে ফাঁদের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরিফের মৃত্যু হয়।  

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।