ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বিএনপির ছয় নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বড়াইগ্রামে বিএনপির ছয় নেতাকর্মী আটক

নাটোর: নাশকতা সৃষ্টির আশঙ্কায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া পৌর বিএনপির সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বনপাড়া পৌর বিএনপির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সভাপতি হেলেনা বেগম, পৌর বিএনপির সহ-সভাপতি হোসেন ফকির, বড়াইগ্রাম পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল করিম রবি, ছাত্রদল কর্মী তুহিন ও সোহাগ।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।