ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভালো আছেন খালেদা, দেওয়া হলো ভাত-মাছ-সবজি

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ভালো আছেন খালেদা, দেওয়া হলো ভাত-মাছ-সবজি পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার। এখানেই রাখা হয়েছে খালেদা জিয়াকে/ছবি: বাংলানিউজ

ঢাকা: পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেখানে তিনি ভালো আছেন। খেতে দেওয়া হয়েছে ভাত, মাছ, ডাল, সবজি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রায় ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।  

রায় পরবর্তী সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এক প্রশ্নের জবাবে বলেন, আপাতত খালেদা জিয়া এখানেই থাকবেন।

পরবর্তীতে প্রয়োজন হলেই কেবল সরানো হবে। তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে জেলকোড অনুযায়ী সব সুবিধা পাবেন।

সন্ধ্যায় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, খালেদা জিয়া কারাগারে ভালো আছেন। দুপুরে তাকে কারাগারে নেওয়ার পর ভাত, মাছ, ডাল  ও সবজি খেতে দেওয়া হয়েছে।  

বিমর্ষ খালেদা, রায় শুনে কাঁদলেন আইনজীবীরা
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এজেডএস/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।