ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
গাংনীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গাংনী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহানাজ খাতুন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে গাংনী থানার পীরতলা পুলিশ ক্যাম্প অভিযান চালিয়ে কাজীপুর গোলাম বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলী রেজা সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করেন।

এসআই আলী বাংলানিউজকে জানান, ভারত থেকে ফেনসিডিল আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কাজীপুর গোলাম বাজার এলাকায় অবস্থান নেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে রেখে পালিয়ে যায় মাদক পাচারকারীরা। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।