ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার ডিভিশন আবেদন নিয়ে কারাফটকে চার আইনজীবী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
খালেদার ডিভিশন আবেদন নিয়ে কারাফটকে চার আইনজীবী  কারা ফটকে আইনজীবীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ডিভিশন আবেদন নিয়ে কারা ফটকে গেছেন তার আইনজীবীরা। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খালেদার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমানের নেতৃত্বে তিন আইনজীবী যান সেখানে। তিন আইনজীবী হলেন-এসএম জুলফিকার আলী, মো. তাহেরুল ইসলাম ও মাহবুবুর রহমান।

 

এর আগে একই আবেদন নিয়ে শুক্রবার বিকেলে ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর ফিরে যান তার তিন আইনজীবী।

সাংবাদিকদের ব্যারিস্টার এহসানুর রহমান বাংলানিউজকে বলেন, গতকালের (শুক্রবার) পর আমরা আজও (শনিবার) খালেদা জিয়ার ডিভিশন প্রাপ্তির দাবিতে কারা ফটকে এসেছি। কিন্তু এখানে জমা দিতে পারিনি।  

আরও পড়ুন>>
** 
কারাফটকে ২ ঘণ্টা ঘুরে ফিরে গেলেন খালেদার ৩ আইনজীবী

‘তবে এখানে (কারাগারের সামনে) দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেছেন- আবেদনটি কারা অধিদফতরে আইজি প্রিজনের অথবা করা কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলেছেন। আমরা এখন সেখানে যাচ্ছি। ’ 

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরই তাকে নেওয়া হয় পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।  

সাবেক প্রধানমন্ত্রী হলেও সাধারণ বন্দি হিসেবেই ওই কারাগারে রাখা হয়েছে তাকে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসজেএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।