ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মনপুরায় সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
মনপুরায় সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী আহত আহত দুই পরীক্ষাথী

ভোলা: ভোলার মনপুরায় টেম্পু ও অটোরিকশার সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের খালেক ব্যাপারির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের পুষ্পিতা রাণী দাস ও আঁখি রাণী দাস।

জানা গেছে, পরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল পুষ্পিতা ও আঁখি। এসময় টেম্পুর সঙ্গে অটোরিকশার সংঘর্ষ লাগে। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুই পরীক্ষার্থীর ডান হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান  বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, আহত পরীক্ষার্থীরাসহ তাদের অভিভাবকরা আগামী দিনের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চিন্তিত।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।