ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ২ শিক্ষক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নবাবগঞ্জে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ২ শিক্ষক আটক

নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে রনি মিয়া (২৬) ও সোহেল রানা (২৯) নামে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থীদের কাছে মোবাইলের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার সময় তাদের আটক করা হয়।

অভিযুক্ত শিক্ষকরা হলেন-বক্সনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি মিয়া ও বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক সোহেল রানা।

সোহেল রানা ওই কেন্দ্রের ১১ নম্বর কক্ষের গার্ড ছিলেন বলেও জানা গেছে।  

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) আবুল হোসেন বাংলানিউজকে জানান, শনিবার সকাল সোয়া ৯টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনের মাঠে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ফাঁস করা হচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সোহেল রানা ও রনি মিয়া নামে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মোবাইল চেক করলে গণিত পরীক্ষার খ সেটের নৈব্যত্তিক প্রশ্ন উত্তরসহ প্রমাণ পেয়ে তাদের আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।