ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় নকল সরবরাহের দায়ে পিয়নের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নওগাঁয় নকল সরবরাহের দায়ে পিয়নের কারাদণ্ড

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি গণিত পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কলেজের পিয়ন মোশারফ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ এ দণ্ড দেন।

পরীক্ষা কেন্দ্র সচিব বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ বাংলানিউজকে জানান, সকালে নকল সরবরাহের সময় পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা হাতে নাতে ধরে মোশাররফকে।

পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এর আগে যে দুই পরীক্ষার্থীর কাছে নকল সরবরাহ করা হয় তাদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।