ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ছাপাখানার আগুন

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ছাপাখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি আগুন

কেরানীগঞ্জ (ঢাকা): সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের জননী কুরিয়ার সার্ভিস ও হাসান বুক ডিপোর বলাকা ছাপাখানার আগুন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন রাস্তা মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটলেও রাত ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার ও র‌্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ।

হাসান বুক ডিপোর ম্যানেজার (সেলস) বেলাল খান বাংলানিউজকে বলেন, প্রায় ৩টার দিকে কারখানায় আগুন লাগে। এসময় কারখানায় দুপুরের খাবারের বিরতি ছিলো। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের প্রায় ৬০-৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা) দেবাশীষ চন্দ্র বর্ধণ বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৯টি ইউনিট একযোগে কাজ করছে। ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিস ও ছাপাখানায় আগুন

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।