ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে ২৫ মণ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
সদরপুরে ২৫ মণ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সদরপুরে ২৫ মণ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজার থেকে ২৫ মণ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় পলিথিন গুদামের মালিক অনব সাহাকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ অভিযান চালানো হয়। অনব সাহা কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর গ্রামের মৃত অনিল সাহার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে একটি দল কৃষ্ণপুর বাজারে অনিক এন্টারপ্রাইজ নামে একটি গুদামে অভিযান চালায়। অভিযানে ওই গুদাম থেকে ২৫ মণ পলিথিন জব্দ করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে যান এবং জব্দ করা পলিথিন ফরিদপুর পরিবেশ অধিদফতরে পাঠান। এছাড়া ইউএনও ভ্রাম্যমাণ আদালতে গুদামের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও পূরবী গোলদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।