ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতা আজাদসহ ৭ জন রিমান্ডে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বিএনপি নেতা আজাদসহ ৭ জন রিমান্ডে  বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদসহ সাতজনের বিরুদ্ধে রিমান্ড মঘ্জুর করেছেন আদালত। ছবি : বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নাশকতা মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৭ জনের বিরুদ্ধে একদিন করে রিমান্ড মঞ্জুর  করেছেন আদালত। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আড়াইহাজার থানা) আশোক কুমার দত্ত এ রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে আদালতে হাজির করে পুলিশ আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করে।

দবে শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত বাকিরা হলেন- জুয়েল, সালাহ উদ্দিন, মনির, গাজী, লিটন ও রাজীব।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বাংলানিউজকে জানান, মিথ্যা অভিযোগে এ মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।