ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার গ্রেফতার তৌফিক হোসেন সুমন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তৌফিক হোসেন সুমন (৩৪) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব ১১ এর সিনিয়র সহকারী পরিচালক শেখ বিল্লাল হোসেন।

আটককৃত সুমনের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া এলাকায়।

তিনি সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টের উপর ডিগ্রি লাভ করেছেন।

র‍্যাব জানায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় উগ্রবাদী বই ও লিফলেট। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রুপগঞ্জ থানায় মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।