ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে কুকুরে কামড়ে আহত ৫০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
উজিরপুরে কুকুরে কামড়ে আহত ৫০

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত কুকুরের কামড়ের শিকার হন উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ত, কাজিরা, সানুহার, ধামসর, আটিপাড়া গ্রামের মানুষ।

উপজেলার বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সহিদুল ইসলাম জাকারিয়া বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে পাগলা কুকুরটি বিভিন্ন এলাকার মানুষকে কামড়াতে শুরু করে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ও শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার হস্তিসুন্ত, কাজিরা, সানুহার, ধামসর, আটিপাড়ার কমপক্ষে ৫০ জন ব্যক্তিতে কামড়ে আহত করেছে কুকুরটি। পরে বাধ্য হয়ে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলায় গ্রামের মানুষের মধ্যে সস্তি ফিরেছে।

কুকুরের কামড়ে আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান সহিদুল।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, ওই এলাকা গুলোতে পাগলা কুকুরের কামড়ের শিকার হয়ে আহত হয়েছেন অন্তত ৫০ জনের অধিক ব্যক্তি। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।