ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপ ভ্যান ও সিনএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-বাঞ্ছারামপুর আঞ্চলিক সড়কের আয়ুবপুর এলাকার ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আয়েশা বেগম নবীনগর উপজেলার চওনখোলা গ্রামের মকাদ্দশ মিয়ার স্ত্রী।

বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব বাংলানিউজকে জানান, দুপুরে আয়ুবপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিনএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।