ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি হারুনুর রশিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

হারুনুর রশিদ কালাই উপজেলার বানদিঘি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

ওসি মনির হোসেন বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে কালাই উপজেলার মাত্রাই বানদিঘি গ্রামে নিজ ঘরে ধর্ষণের শিকার হয় মাত্রাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় হারুনুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।