ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
মিঠামইনে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু ফায়ার সার্ভিসের নির্মাণকাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অনুষ্ঠানে রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, মিঠামইনে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হলে হাওর এলাকায় অগ্নিকাণ্ড এবং নৌ-দুর্ঘটনাসহ অন্যান্য আপদকালীন তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।