ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে চাল ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বাগেরহাটে চাল ব্যবসায়ীর জরিমানা

বাগেরহাট: প্লাস্টিকের প্যাকেটে চাল মোড়কজাত করায় মো. তাছলিম নামে এক চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করেন।

তাছলিম সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার চালকলের (চাতাল) ব্যবস্থাপক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে বলেন, ধান, চালসহ বিভিন্ন পণ্য মোড়কজাতে পাটের বস্তা ছাড়া বিকল্প কিছু ব্যবহার করা যাবে না- সরকারি এ নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের প্যাকেটে চাল মোড়কজাত করে আসছিলেন তাছলিম। বিষয়টি জানতে পেরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।