ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়িতে ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
পলাশবাড়িতে ইয়াবাসহ আটক ৪ পলাশবাড়িতে ইয়াবাসহ আটক ৪

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ৩২০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের মুরালীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাবেদ আলী (২৪), রশিদুল ইসলাম ওরফে লাল মিয়া (৩৭), বাতেন মিয়া (৩২), মোছা. জবেনুর বেগম (৪৮)।

তারা প্রত্যেককে উপজেলার মুরালীপুর গ্রামের বাসিন্দা।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরালীপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।  

এ ব্যাপারে পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।