ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

একাদশ সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ চায় জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
একাদশ সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ চায় জাপা

সংসদ ভবন থেকে: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান জাতীয় পার্টির সংসদ সদস্যরা। সবার অংশগ্রহণের মাধ্যমে একাদশ নির্বাচন যেন বিশ্বে মাইলফলক হয়ে থাকে সেই আহ্বানও জানান সংসদের বিরোধী দলের এমপিরা।
 

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও সালমা ইসলাম।
 
তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র থাকুক, এরশাদ সাহেবও চাইছেন গণতন্ত্র থাকুক।

আর এ গণতন্ত্রের জন্য জাতীয় পার্টি সবকিছু করবে। আমরা চেষ্টা করবো আগামী নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দেখিয়ে দেবো এটা গণতন্ত্রের দেশে। এখানে অন্য কোনো শাসক শাসন করতে পারবে না।
 
তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে হোক, যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি। এবং গণতন্ত্রকে যেন সুপ্রতিষ্ঠিত করে আনতে পারি।
 
বিরোধী দলীয় প্রধান হুইপ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আসুন গণতন্ত্রের জন্য একসঙ্গে কাজ করি। আর যারা গণতন্ত্রবিরোধী কাজ করছে, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের আমরা ত্যাগ করি। আসুন সবাই মিলে দেশটাকে আরও উন্নতির দিকে নিয়ে  যাই। আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
 
বর্তমানে জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে মন্তব্য করে তিনি বলেন, আজ জিনিসপত্রের  দাম  আমাদের নাগালের বাইরে।  যতোই মেট্রোরেল করুন, ব্রিজ করুন জিনিসপত্রের দাম যদি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে না পারেন তাহলে এ উন্নয়ন কাজে আসবে না।
 
সালমা ইসলাম বলেন, একাদশ নির্বাচন যথাসময়ে হবে। সেই নির্বাচন যেন সবার কাছে মাইলফলক হিসেবে বিবেচিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কোনো হানাহানি দেখতে চাই না, আমরা হরতাল চাই না। সবদলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন চাই।

গোপালগঞ্জে বিদ্যুৎবিহীন ৩৫ গ্রাম 

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।