ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ১০ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
মাগুরায় ১০ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাগুরা: মাগুরায় ১০টি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্র্যামমাণ আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে মাগুরার সদর উপজেলার ধলহরা ও বাগবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, পরিবেশ আইনের কোনো তোয়াক্কা না করে টিনের চিমনি দিয়ে ইটভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ধলহরা এলাকার এনএফবি ও হিনো ব্রিকস এবং বাগবাড়িয়া এলাকায় এমআরবি, মধুমতি, টু-স্টার, সেভেন স্টার, এমএম, বিএমবি, সেতু, সান ও এসকেবিবি ব্রিকসের মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় টিনের চিমনি ভেঙে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।