ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ আহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন-যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) জালাল আহমেদ (৪২) ও ২ পুলিশ কনস্টেবল একলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

যাত্রাবাড়ীর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ময়নাল হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও ক‍াভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাবাড়ীর থানার (এসআই) জালালসহ তার টিম ছুটে যায়। রাস্তায় দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরানোর সময় হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস এসে ওই গাড়ি দু’টিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা (এসআই) জালালসহ ৩ পুলিশ আহত হয়।

তিনি আরো জানান, খবর দেওয়া হয়েছে ক্রেন এলে গাড়িগুলো সরানো হবে। দুর্ঘটনায় শ্যামলী পরিবহনেরও ৩/৪ যাত্রী সামান্য আহত হয়।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।