ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার শহরতলীর নগরমোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আসাদুল হোসেনের ছেলে এবং লাহিনী বটতৈলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে আসিফ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে লাহিনীবটতৈলা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।