ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাজিমউদ্দিন রোডে বিসিআইসি’র জমি উদ্ধার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নাজিমউদ্দিন রোডে বিসিআইসি’র জমি উদ্ধার  অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সাইনবোর্ড টানিয়ে দেয় বিসিআইসি কর্তৃপক্ষ-ছবি- জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে মাক্কুশা মাজার মোড়ে অবৈধ দখলে থাকা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১০ শতাংশ জমি উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরেজমিন দেখা যায়, বিসিআইসির কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে অভিযান চালাচ্ছেন। এ সময় প্রথমে হ্যান্ডমাইকে শতর্ক করে জমিতে অবৈধ দখলে থাকা দোকান মালিকদের মালামাল সরিয়ে নিতে বলা হয়।

কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা শ্রমিকরা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেন।

সরেজমিন আরো দেখা যায়, জমিতে থাকা লাক্সারি ফার্নিচার, কাদের ফার্নিচার, মঞ্জুর ডিজাইন অ্যান্ড ফার্নিচার নামের তিনটি দোকান ভেঙে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে বিসিআইসি কর্তৃপক্ষ।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বাংলানিউজকে বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে উজালা ম্যাচ ফ্যাক্টরির জমি বেদখলে ছিলো। আমরা উদ্ধার করলাম।  

বিসিআইসির ম্যানেজার গোলাম মোর্তজা বলেন, ৯০’র দশকে উজালা ফ্যাক্টরি থেকে একজন লিজ নিয়েছিলেন। দীর্ঘদিন টাকা পয়সা না দেওয়ায় আমরা এখন দখলে নিলাম।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।